ভিয়েতনাম ভিসা প্রসেসিং ও গাইডলাইন-Vietnam Visa: 4 Essential Tips for Hassle Free Travel

Vietnam Visa
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই ? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।

আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার ভিয়েতনাম ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।

Vietnam visa

ভিয়েতনাম ভিসা

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।
১৫ই আগস্ট-২০২৩ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।
এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই
আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

Vietnam

ভিয়েতনাম

Vietnam

ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র । ভিয়েতনামী ইন্দোচীনের একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। হ্যানয় ভিয়েতনামের রাজধানী ও হো চি মিন সিটি বৃহত্তম শহর।

ভিয়েতনাম ভৌগোলিক ভাবে সরু ও দীর্ঘ। এর ভূমিরূপ বিচিত্র। উত্তর প্রান্তে ও মধ্যভাগের ভিয়েতনাম পাহাড়-পর্বতময়। উত্তরের উচ্চভূমিগুলি ধীরে ধীরে ঢালু হয়ে পূর্বদিকের প্রশস্ত, নদীবহুল উপকূলীয় সমভূমির সঙ্গে মিশে গেছে। সমভূমিগুলিতে নিবিড় কৃষিকাজ হয় এবং বহু শতাব্দী ধরে ভিয়েতনামীয়রা এগুলিতে অনেক বাঁধ তৈরি করে ও খাল কেটে সেচকাজ ও বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলেছে। মধ্য ভিয়েতনাম দেশের সবচেয়ে সরু অংশ; এখানে পর্বতগুলি সাগরপারের অনেক কাছে অবস্থিত, এমনকি কোন কোন জায়গায় এগুলি সাগরের একেবারে গা ঘেঁষে রয়েছে। দক্ষিণ ভিয়েতনাম মূলত মেকং নদীর অববাহিকা দ্বারা গঠিত প্রশস্ত এবং এই সমভূমি উর্বর। এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং মূলত ধান উৎপাদন করা হয় ।

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনাম ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। তবে, ভিয়েতনাম ই-ভিসা  সুবিধার কারণে আপনি অনলাইনেই সহজেই ভিসার জন্য আবেদন করতে পারেন।

ভিয়েতনাম ভিসার ময়না তদন্ত!!

ভিয়েতনাম ভিসা প্রসেসিং ও গাইডলাইন

অনলাইনে ভিসা আবেদন করুন

ভিসা নমুনা।

vietnam stiker visa
ভিয়েতনাম স্টিকার ভিসা নমুনাঃ
কেউ যদি Visa sticker/Visa level নিতে চান। সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা ২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।
Vietnam-evisa
ভিয়েতনাম ই-ভিসা নমুনাঃ
e-visa এর ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।

বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে

সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ

——————–
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆

ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆

টুইটার: 👆এখানে ক্লিক করুন👆

লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆

ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆

Vietnam Visa: 4 Essential Tips for Hassle Free Travel | ভিয়েতনাম ভিসা প্রসেসিং ও গাইডলাইন | ভিয়েতনাম ভিসা প্রসেসিং | Visa Processing । Vietnam Visa for Bangladesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top