Nepal Visa
নেপাল ভিসা প্রসেসিং ও গাইডলাইন
Table of Contents
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই ? ভিসায় পোর্ট কয়টা পাওয়া যায়? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার নেপাল ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।
এক নজরে নেপাল
নেপাল দক্ষিণ এশিয়ার একটি ভূমিখণ্ড, যা ভারতের উত্তরে এবং চীনের (তিব্বত) দক্ষিণে অবস্থিত। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। নেপাল বিশ্বের সবচেয়ে উচ্চ পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্টের ঘর, যা পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ। নেপাল একটি দর্শনীয় দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, এবং অতিথিপরায়ণতার জন্য পরিচিত।
নেপালের মোট আয়তন প্রায় ১৪৭,৫৮১ বর্গকিলোমিটার (৫৭,৬৪১ বর্গমাইল)। এটি দক্ষিণ এশিয়ার একটি ভূমিখণ্ড যা ভারতের উত্তরে এবং চীনের তিব্বত অঞ্চলের দক্ষিণে অবস্থিত। নেপাল বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে গঠিত, যার মধ্যে হিমালয় পর্বতমালা, উর্বর উপত্যকা, এবং বনাঞ্চল অন্তর্ভুক্ত।
২০০৮ সালে, নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং রাজতন্ত্রের অবসান ঘটে। রাজধানী: কাঠমান্ডু (Kathmandu) মুদ্রা: নেপালি রুপি (NPR) ভাষা: নেপালি (Nepali) হল সরকারি ভাষা। এছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ব্যবহার হয়। জনসংখ্যা: আনুমানিক ৩০ লাখ (২০২৩) ধর্ম: প্রধানত হিন্দুধর্ম, এছাড়াও বৌদ্ধধর্ম, মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের অনুসারীও আছেন।
Nepal Visa – নেপাল বাংলাদেশের জন্য অন অ্যারাইভাল ভিসা প্রদান করে।
Pokhara, Nepal
নেপাল ভিসার ময়না তদন্ত!!
ভিসা প্রসেসিং ও গাইডলাইন
> নেপাল ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
০২। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৩। ৩.৫ সেমি × ৪.৫ সেমি সাইজের ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৪। ভিসা ফি।
০৫। হোটেল বুকিং।
০৬। এয়ার রিটার্ন টিকিট।
০৭। ব্যাংক স্টেটমেন্ট/ ক্রেডিট কার্ড ফটোকপি ।
ভিসা ফিঃ
বাংলাদেশি পর্যটকদের জন্য বছরে ১বার অন অ্যারাইভাল ভিসা সম্পূর্ণ ফ্রি।
বছরের ২য় বার থেকে নিম্নের চার্জ প্রযোজ্যঃ-
নেপাল অন-অ্যারাইভাল ভিসার ফি:
১৫ দিনের ভিসা ফি: $৩০ (মার্কিন ডলার)
৩০ দিনের ভিসা ফি: $৫০ (মার্কিন ডলার)
৯০ দিনের ভিসা ফি: $১২০ (মার্কিন ডলার)
ভিসা নমুনা।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
——————–
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Nepal Visa: 5 Essential Tips for Hassle Free Travel | নেপাল ভিসা প্রসেসিং ও গাইডলাইন | নেপাল ভিসা প্রসেসিং | Visa Processing । Nepal Visa for Bangladeshi