Thailand Visa
থাইল্যান্ড ভিসা প্রসেসিং ও গাইডলাইন
Table of Contents
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই ? রি-এন্ট্রি ভিসা? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার থাইল্যান্ড ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।
এক নজরে থাইল্যান্ড
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ যা তার সুন্দর সৈকত, সমৃদ্ধ সংস্কৃতি এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত।থাইল্যান্ডের উত্তরে পাহাড়, পূর্বে মালয় উপদ্বীপ, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর এবং পশ্চিমে আন্দামান সাগর রয়েছে।দেশটিতে বন, জলাভূমি এবং কৃষি জমি সহ বিভিন্ন ধরণের ভূদৃশ্য রয়েছে। থাইল্যান্ড একটি মোহনীয় গন্তব্য, যেখানে সংস্কৃতি, প্রাকৃতি এবং সাহসের সমন্বিত মিশ্রণ পাওয়া যায়।
থাইল্যান্ড যার ঐতিহাসিক নাম শ্যামদেশ বা সিয়াম এবং দাফতরিক নাম থাইল্যান্ড, থাই রাজ্য হল দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫,১৩,১২০ বর্গকিলোমিটার (১,৯৮,১২০ মাইল) জুড়ে বিস্তৃত ৭ কোটি জনসংখ্যার একটি দেশ। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত।
এছাড়া দক্ষিণ-পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত ভাগ করে। থাইল্যান্ডে একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। ২০১৯ সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছে। ব্যাংকক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ড ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। থাইল্যান্ড বাংলাদেশীদের স্টিকার/ই-ভিসা ভিসা প্রদান করে।
২রা জানুয়ারী ২০২৫ থেকে বাংলাদেশীদের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ভিসার ময়না তদন্ত!!
ভিসা প্রসেসিং ও গাইডলাইন – Thailand visa for bangladeshi
★ থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying
০১। ভিসা আবেদনের ফরম।
০২। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০৩। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৪। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের) (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৫। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ১,০০,০০০ টাকা) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না)
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
১৩। ভিসা রিকুয়েস্ট লেটার
১৪। এয়ার টিকেট বুকিং ও হোটেল বুকিং।
.১৫। ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা।
১৬। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
***থাইল্যান্ড ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করে। এই তিনমাস হল আপনার থাইল্যান্ডে ঢোকার জন্য নির্ধারিত সময়। এই তিনমাসের মধ্যে যেদিন ঢুকবেন সেদিন থেকে ৬০ দিন বা ২ মাস থাকার অনুমতি পাবেন***
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the size of photo for Thai visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the Thailand visa cost?
থাইল্যান্ড ভিসার প্রকার ও এন্ট্রির উপর ভিত্তি করে থাইল্যান্ড ভিসা ফি বা থাইল্যান্ড ভিসা খরচ কম বেশি হয়। আমি এখানে শুধু বাংলাদেশিদের জন্য জনপ্রিয় থাইল্যান্ড টুরিস্ট ভিসা ও ট্রানজিট ভিসার ফির লিস্ট এখানে দিচ্ছি
যারা নিজেরাই আবেদন করে ভিসা প্রসেসিং করে তাদের খরচের পরিমাণটা একটু কম আসে। আর যারা এজেন্সির সাহায্যে ভিসা প্রসেসিং করায় তাদের খরচের পরিমাণটা আরেকটু বেশি হতে পারে।
টুরিস্ট ভিসা- ৩৫০০ টাকা সিঙ্গেল (৩ মাস) ।
টুরিস্ট ভিসা- ১৭০০০ টাকা মাল্টিপল (৬ মাস) ।
ট্রানজিট ভিসা- ৩০০০ টাকা সিঙ্গেল (৩ মাস) ।
ট্রানজিট ভিসা- ৫৫০০ ডাবল (৬ মাস) ।
এই ভিসা ফি বাদেও ভিসা আবেদন গ্রহণকারীদের (ভিএফএস, সাইমন ইত্যাদি) এদের সার্ভিস চার্জ দিতে হবে। প্রসেসিং ফি ১২৬০ টাকা। মানে আপনি ৩ মাস মেয়াদী সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা আবেদন করতে খরচ হবে ৩৫০০+১২৬০=৪৭৬০ টাকা।
ই-ভিসা খরচ বর্তমানে ৫১৫০/- মাত্র।
★ ভিসার মেয়াদ সংক্রান্তঃ How long will the visa be valid for?
থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা সাধারনত সিঙ্গেল এন্ট্রি ৩ মাসের ও মাল্টিপল এন্ট্রি ৬ মাসের মেয়াদের হয়। উভয় ভিসাতেই প্রতি এন্ট্রিতে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন
★ ই-ভিসা আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Thailand evisa for bangladeshi?
থাইল্যান্ড ই-ভিসা (Thailand e-Visa) ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে চালু হয়েছে। নতুন এই ই-ভিসা সিস্টেমের মাধ্যমে ভিসা আবেদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে।
আবেদনকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন।
সহজ ও দ্রুত প্রক্রিয়াঃ ভিসা আবেদন ফর্ম পূরণ, ডকুমেন্ট আপলোড এবং পেমেন্ট সম্পূর্ণ অনলাইনে করা যাবে।
আবেদন করার ধাপসমূহঃ
১. www.thaievisa.go.th ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. একটি অ্যাকাউন্ট খুলুন।
৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
৪. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৫. আবেদন ফি প্রদান করুন Commercial Bank of Ceylon এর মাধ্যমে।।
৬. অনুমোদিত ই-ভিসা ইমেইলে পেয়ে যাবেন।
এই সিস্টেম ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর এবং আরও কার্যকর করেছে।
থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতিঃ
থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:
প্রথম ধাপঃ রেজিস্ট্রেশন এবং আবেদন।
*ওয়েবসাইট ভিজিট করুনঃ www.thaievisa.go.th
*একটি অ্যাকাউন্ট তৈরি করুনঃ
– একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
– পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
– পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
*তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুনঃ
– প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
*ভিসার ধরন নির্বাচন করুনঃ
*ভিসা ফিঃ
– ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৪০০০
– অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
*এম্বেসি নির্বাচন করুনঃ
– বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।
২য় ধাপঃ পেমেন্ট প্রক্রিয়া।
*পেমেন্ট ইনফো সামারি (PIS) শীটঃ
– আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
*পেমেন্ট করুনঃ Commercial Bank of Ceylon (www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
– ভিসা ফি জমা দেওয়ার পর PIS শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
– পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ইমেইলে পাঠানো হবে।
৩য় ধাপঃ ভিসা অনুমোদন।
*প্রসেসিং সময়ঃ
– আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
– অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
*ই-ভিসা গ্রহণঃ
– ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
– ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।
★অনুমোদনের পর
– ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড
নিজেই ই-ভিসার জন্য আবেদন করুন 👇
★ স্টিকার ভিসা আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Thailand visa for bangladeshi?
থাইল্যান্ড ভিসা আবেদনের জন্য যে সব কাগজপত্র পাসপোর্ট ও ফর্মের সাথে দিতে হবে তা উপরে সংক্ষেপে বলা হয়েছে। এখন এখানে বিস্তারিত তুলে ধরা হল যাতে আপনি বুঝতে পারেন যে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম
ভিসা আবেদন করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল সঠিকভাবে ও নির্ভুলভাবে ভিসা আবেদন ফরমটি পুরন করা। প্রথমেই এই লিংক থেকে ভিসা আবেদন ফরমটি ডাউনলোড করে নিন। তারপর কোন পিডিএফ রিডার বা এডিটর দিয়ে সঠিকভাবে পূরন করে নিন।
পাসপোর্ট
বিদেশ ভ্রমণ করতে হলে অবশ্যই সবার আগে পাসপোর্ট লাগবে। তাই পাসপোর্ট না আগে থাকলে পাসপোর্ট করে নিন।পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। পাসপোর্টে কমপক্ষে দুটি ফাঁকা পাতা থাকতে হবে ভিসা ও ইমিগ্রেশন সিলের জন্য পুরোনো পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেইগুলোও নতুন পাসপোর্ট এর সাথে দিতে হবে।
ব্যাংক স্টেটমেন্ট
থাইল্যান্ড ভিসার গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এবং একাউন্টে কারেন্ট ব্যালেন্স কমপক্ষে ২০,০০০ থাই বাথ বা বাংলাদেশি টাকায় ৬০,০০০ টাকা থাকতে হবে। আর ফ্যামিলি হিসেবে আবেদন করলে কমপক্ষে .৪০,০০০ থাই বাথ বা বাংলাদেশি টাকায় ১,২০,০০০ টাকা থাকতে হবে একাউন্টে।
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
থাইল্যান্ড ভিসার জন্য শুধু ব্যাংক স্টেটমেন্টেই হবে না সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট/লেটার ও লাগবে। ব্যাংক সলভেন্সীতে কারেন্ট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল, যদিও এটা বাধ্যতামূলক না।
আর ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি দুটোই অরিজিনাল কপি জমা দিতে হবে।
পেশার প্রমাণপত্র
যেকোন দেশের ভিসা আবেদনের জন্য পেশার প্রমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়।আপনি যে পেশায় আছেন তার প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখাতে হবে।
ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা
এটা হল আপনি থাইল্যান্ডে কতদিন থাকতে চান ও কোথায় কোথায় যেতে চান তার একটা সংক্ষিপ্ত বিবরণ। এটা আপনি চাইলে নিজে নিজে বানিয়ে দিতে পারেন অথবা অনলাইন থেকে ফরম্যাট খুঁজে দিতে পারেন।
নোটারাইজেশন
উপরে উল্লিখিত সকল ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদন ফরম পুরন করা
সব ডকুমেন্টস জোগাড় হয়ে গেলে এখন আপনাকে থাইল্যান্ড ভিসা ফরম পূরণ করতে হবে। থাইল্যান্ডের ভিসা ফরম খুবই সংক্ষিপ্ত এক পাতার একটি ফরম। তাই খুব সহজেই পূরণ করতে পারবেন। প্রথমে ভিসা ফরমটি ডাউনলোড করে নিন সাইমন গ্লোবাল অথবা ভিএফএস গ্লোবাল এর সাইট থেকে। তারপর ফরম পুরনের নির্দেশনাটি ডাউনলোড করে নিন সাইমন গ্লোবাল অথবা ভিএফএস গ্লোবাল এর সাইট থেকে।
থাইল্যান্ড ভিসা আবেদন জমা দেয়ার নিয়ম
সব ডকুমেন্টস ও ফর্ম রেডী হয়ে গেলে এখন কাজ হল ভিসা ফরম ও কাগজপত্র থাইল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রে জমা দেয়া। এখন দেশে দুইটি প্রতিষ্ঠান থাইল্যান্ড ভিসা আবেদন জমা নেয়। একটা হল সাইমন গ্লোবাল ও অপরটি হল ভিএফএস গ্লোবাল। ভিএফএস গ্লোবাল শুধু ঢাকায় জমা নেয় আর সাইমন গ্লোবাল এর ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রামেও ভিসা আবেদন কেন্দ্র আছে।
পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নেয়া
আবেদন জমা দেয়ার পর সেদিনই যে কেন্দ্রে আবেদন জমা দিয়েছেন সে কেন্দ্র থেকে একটা কল পাবেন যে আপনার আবেদন জমা হয়েছে আর তারা বলে দিবে যে আগামী কয়েকদিনে থাইল্যান্ড এম্বাসী থেকে আবার কল পাবেন। এই কল আপনি নিজে জমা দেন বা কোন এজেন্সি দিয়ে জমা দেন উভয় ক্ষেত্রেই এই কল পাবেন।
ভিসা পাবার পর
থাইল্যান্ড ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করে। এই তিনমাস হল আপনার থাইল্যান্ডে ঢোকার জন্য নির্ধারিত সময়। এই তিনমাসের মধ্যে যেদিন ঢুকবেন সেদিন থেকে ৬০ দিন বা ২ মাস থাকার অনুমতি পাবেন।
আবেদন ফর্ম ডাউনলোড করুন 👇
★ রি-এন্ট্রি ভিসা সংক্রান্তঃ How to get Thailand Re-Entry visa?
পুনরায় প্রবেশের অনুমতির জন্য আবেদন করার সময় আপনাকে নিম্নলিখিতগুলি জমা দিতে হবেঃ
একটি সম্পূর্ণ TM-8 ফর্ম
রি-এন্ট্রি ভিসা ফি
রঙিন ছবি (4cm x 6cm)
পাসপোর্টের ফটোকপি (প্রধান পৃষ্ঠা এবং সর্বশেষ এন্ট্রি স্ট্যাম্প)
রি-এন্ট্রি পারমিটের জন্য বর্তমান ফি নিম্নরূপঃ
সিঙ্গেল এন্ট্রি জন্য 1,200 Baht
ডাবল এন্ট্রি জন্য 2400 Baht
মাল্টিপল এন্ট্রি জন্য 4,000 Baht
বিঃদ্রঃ রি-এন্ট্রি ভিসা নিতে হলে আগে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে থাইল্যান্ড প্রবেশ করতে হবে তারপর ফেরার সময় এক্সিট সিল দেওয়ার আগে এয়ারপোর্টের ভিসা সেন্টার থেকে রি-এন্ট্রি ভিসা নিতে হবে। মনে রাখবেন এক্সিট সিল দিয়ে দিলে আর রি-এন্ট্রি ভিসা নিতে পারবেন না। তাই আগেই রি-এন্ট্রি ভিসা করে তারপর ইমিগ্রেশন কমপ্লিট করুন।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
——————–
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Thailand Visa: 5 Essential Tips for Hassle Free Travel | থাইল্যান্ড ভিসা প্রসেসিং ও গাইডলাইন | থাইল্যান্ড ভিসা প্রসেসিং | Thailand Visa Processing । Thailand Visa for Bangladeshi
This was such an interesting topic, and the article explained
it so well! The website is visually appealing and easy to use.