আমি
মোঃ রাশেদুজ্জামান খান
কন্টেন্ট ক্রিয়েটর এন্ড ট্রাভেলার।
আরকেএস এন্টারপ্রাইজের সিইও এবং প্রতিষ্ঠাতা।
RKS.COM.BD এর সিইও ও প্রতিষ্ঠাতা।
আমি মোঃ রাশেদুজ্জামান খান বাসার সবাই ডাকে সোহেল বলে। আমার জন্ম গোপালগাঞ্জ জেলার সদর থানার ডি সি রোড, থানাপাড়ায়। আমি ছয় ভাই আর দুই বোনের মধ্যে সবার ছোট। আমার বাবা আঃ হামিদ খান পেশায় একজন সরকারি কর্মচারি ছিলেন। সততা ও নিষ্ঠার সাথে তার কর্ম সময় শেষ করে অবসরে যান, তার কিছু বছর এর মধ্যেই ৭ই অক্টোবার ১৯৯৫ সালে- হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে চলে যান না ফেরার দেশে। আমার বয়স তখন মাত্র (৬-৭) বছর। আমার মা মোছাঃ দেলোয়ারা বেগম পেশায় ছিলেন গৃহিণী। আমার মা ছিলেন নম্র, ভদ্র, মার্জিত ও ধার্মীক একজন নারী। তিনি ২৪শে ডিসেম্বার ২০০৯ সালে- হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে চলে যান না ফেরার দেশে। এর পর থেকেই শুরু হয় আমার জীবন যুদ্ধ।
আমি একজন ব্যবসায়ী,উদ্যোক্তা ও ট্রাভেলার। এছাড়া নতুন নতুন বিষয় জানা ও শেখা আমার শখ। সেই শখের জন্যই আমি শিখেছি ওয়েব ডেভেলপিং ও মার্কেটিং(আই টি সেকশন আমার প্যাশন বলতে পারেন)।
নতুন নতুন স্থান, ভিন্ন ভিন্ন সংস্কৃতি,অবাক করা সব পরিবেশ, হরেক রকম খাবার আর নানা রকম ধর্ম বর্ণের মানুষ আমাকে প্রচন্ড রকম টানে। তাইতো প্রকৃতির ডাকে চলে যাই কখনো পাহাড়ে আবার কখনো সমূদ্রে, মেঘের রাজ্যে বা ঝর্ণার দেশে। সামর্থ অনুযায়ী চেষ্টা করি সব কিছু নিজের চোখে দেখতে ও শিখতে হোক সেটা দেশে বা বিদেশে
তাই সেখান থেকে কিছু স্মৃতি ফ্রেমে বন্দী করে রাখার এই ক্ষুদ্র প্রয়াস যাতে আপনারাও স্বাক্ষী হতে পারেন আমার এই প্রচেষ্টার। আপনারাও যেন আমার সাথে কিছু দেখতে ও শিখতে পারেন। জীবন সংক্ষিপ্ত, স্বপ্নগুলি বড় তাই আপনার জীবনকে সহজ করার চেষ্টা করুন এবং আপনার স্বপ্নগুলিকে সত্য করুন।
আরও আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেল iM RKS – The Explorer & Traveler-এ চোখ রাখুন।
“RKS” এর সাথে সমগ্র বিশ্ব অন্বেষণ করুন।
ই-কমার্স সাইটঃ RKS.com.bd
♥RKS♥
দক্ষতা
এখানে দক্ষতার বিবরণ
শোকেস
এখানে মোঃ রাশেদুজ্জামান খান কিছু বিশেষ ছবি রয়েছে।
Md Rasheduzzaman Khan
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
—————————–
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆