Laos Visa
লাওস ভিসা প্রসেসিং ও গাইডলাইন
Table of Contents
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই ? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার লাওস ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।
এক নজরে লাওস
লাওস একটি স্থলবেষ্টিত দেশ, যার অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রে। এটি মেকং নদীর পাশে অবস্থিত এবং থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, মিয়ানমার, এবং কম্বোডিয়ার সাথে সীমান্ত ভাগ করে। লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা এবং শান্তিরক্ষার একটি অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংঘের (ASEAN) সদস্য।
লাওসের ইতিহাস একটি প্রাচীন ও বৈচিত্র্যময় ইতিহাসের গল্প, যা বিভিন্ন সভ্যতা, উপনিবেশ, এবং স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। লাওসের ভূখণ্ডে প্রাচীন কালে “লান জ্যাং” নামক একটি শক্তিশালী রাজ্য গড়ে ওঠে। “লান জ্যাং” এর অর্থ “এক মিলিয়ন হাতির ভূমি,” যা ১৩৫৩ সালে রাজা ফা নগুম প্রতিষ্ঠা করেন। এই রাজ্যটি একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এটি থাইল্যান্ড, মায়ানমার, এবং ভিয়েতনামের অংশে সম্প্রসারিত হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান লাওস দখল করে, এবং যুদ্ধের পর ফরাসিরা আবার দখল নেয়। তবে, ১৯৪৯ সালে লাওসকে স্বায়ত্তশাসন দেয়া হয় এবং অবশেষে ১৯৫৩ সালে লাওস সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
লাওসের মোট আয়তন প্রায় ২,৩৬,৮০০ বর্গকিলোমিটার (৯১,৪২৯ বর্গমাইল)। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যার চারপাশে থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, মিয়ানমার, এবং কম্বোডিয়া অবস্থিত। এই আয়তন অনুযায়ী, লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম স্থলবেষ্টিত দেশগুলোর মধ্যে একটি।
Laos Visa – বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য লাওস ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। লাওস বাংলাদেশীদের স্টিকার ভিসা প্রদান করে।
Laos
লাওস ভিসার ময়না তদন্ত!!
ভিসা প্রসেসিং ও গাইডলাইন
> লাওস ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
০১। ভিসা আবেদনের ফরম।
০২। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০৩। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৪। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৪.৫ সে.মি.* ৩.৫ সে.মি. মাপের) (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৫। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ১,০০,০০০ টাকা) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না) ।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। সর্বশেষ ভিসা কপি (যদি থাকে)
১৩। ভিসা রিকুয়েস্ট লেটার
১৪। এয়ার টিকেট বুকিং ও হোটেল বুকিং।
.১৫। ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা।
১৬। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
***বাংলাদেশ থেকে সরাসরি লাওস এর ভিসা করা যায় না***
ভিসা নমুনা।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
——————–
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Laos Visa: 6 Essential Tips for Hassle Free Travel | লাওস ভিসা প্রসেসিং ও গাইডলাইন | লাওস ভিসা প্রসেসিং | Laos Visa Processing । Laos Visa for Bangladeshi