Canada Visa – কানাডা ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার কানাডা ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Canada Visa Essential Tips Visa Processing
এক নজরে কানাডা
কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণে সীমান্ত ভাগ করে। আয়তন: প্রায় ৯,৯৮৪,০০০ বর্গকিমি (৩,৮৪,০০০ বর্গমাইল)। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। জনসংখ্যা: ২০২৩ সালের তথ্য অনুযায়ী প্রায় ৩৮ মিলিয়ন (৩ কোটি ৮০ লক্ষ)। কানাডার জলবায়ু বৈচিত্র্যময়, যা অঞ্চলের উপর নির্ভর করে। উত্তরাংশে তীব্র শীতকাল এবং দক্ষিণাংশে মৃদু জলবায়ু দেখা যায়।
কানাডা একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় দেশ যা উত্তরে অবস্থিত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। কানাডা তার প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত জীবনযাপন, এবং সংস্কৃতির বৈচিত্র্যের জন্য বিখ্যাত। ভৌগোলিক অবস্থান উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। রাজধানী: অটাওয়া। বৃহত্তম শহর: টরন্টো। ভাষা: ইংরেজি ও ফরাসি (রাষ্ট্রীয় ভাষা)। মূখ্য অঞ্চল: কানাডা ১০টি প্রদেশ এবং ৩টি অঞ্চল দ্বারা গঠিত। কানাডা একটি উন্নত অর্থনীতির দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি। কানাডায় জীবনযাপন তুলনামূলকভাবে উন্নত এবং নিরাপদ।
এটি একটি বহু সাংস্কৃতিক দেশ, যেখানে বিভিন্ন জাতি, সংস্কৃতি, এবং ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে বসবাস করে।কানাডার সংস্কৃতি ইংরেজি এবং ফরাসি ঐতিহ্যের মিশ্রণ। কানাডা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত যেমন রকি পর্বতমালা, নাইগারা ফলস, এবং বিভিন্ন জাতীয় উদ্যান। মাল্টিকালচারালিজম: কানাডা একাধিক জাতি, সংস্কৃতি, এবং ধর্মের মিশ্রণ নিয়ে গঠিত।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য কানাডা ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। কানাডা বাংলাদেশীদের স্টিকার ভিসা প্রদান করে।
কানাডা ভিসার ময়না তদন্ত!!
★ কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying
০১। ভিসা আবেদনের ফরম।
০২। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০৩। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৪। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সেমি x ৪.৫ সেমি) (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৫। ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ ৩ থেকে ৬ মাসের (ব্যালেন্স কমপক্ষে ৭-১০ লক্ষ্য টাকা বা তার বেশি) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না) । আপনার ব্যাংক স্টেটমেন্টে শুধু বড় অঙ্কের অর্থ থাকা যথেষ্ট নয়, বরং আপনার আর্থিক অবস্থা ধারাবাহিকভাবে স্থিতিশীল হওয়াটা গুরুত্বপূর্ণ।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। সর্বশেষ ভিসা কপি (যদি থাকে)
১৩। এয়ার টিকেট বুকিং ও হোটেল বুকিং (অস্থায়ী ফ্লাইট ও হোটেল বুকিং বা ভ্রমণের পরিকল্পনার তথ্য, যা আপনার ভ্রমণের তারিখ এবং সময়সীমা প্রমাণ করে। নিশ্চিত টিকিট প্রয়োজন হয় না)।
.১৪। ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা।
১৫। ভ্রমন বীমা। যদি কোনও দুর্ঘটনা বা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা হয়, সেক্ষেত্রে ভ্রমণ বীমা আপনাকে সহায়তা করবে। যদিও এটি আবশ্যক নয়, তবে এটি থাকা ভাল।
১৬। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
১৭। আয়কর নথি: সাম্প্রতিক আয়কর প্রদান সম্পর্কিত নথি (Tax Return)।
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Canada visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
ট্যুরিস্ট ভিসা: আবেদন ফি 100 CAD +বায়োমেট্রিক্স ফি 85 CAD । মোট = 185 CAD
স্টুডেন্ট ভিসা: 150 CAD +বায়োমেট্রিক্স ফি 85 CAD
ওয়ার্ক পারমিট: 155 CAD +বায়োমেট্রিক্স ফি 85 CAD
এক্সপ্রেস এন্ট্রি: 1,365 CAD +বায়োমেট্রিক্স ফি 85 CAD
***কোন এজেন্সির মাধ্যমে ভিসা করালে ৫-১০ হাজার টাকা পর্যন্ত প্রসেসিং ফি লাগতে পারে***
একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।আরো তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ।
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভিসার মেয়াদ:
১. ট্যুরিস্ট ভিসা (Visitor Visa):
মেয়াদ: সাধারণত ৬ মাসের জন্য ভিসা ইস্যু করা হয়, তবে এটি মাল্টিপল এন্ট্রি ভিসা আকারে ইস্যু হলে ভিসাটি ১০ বছর পর্যন্ত বৈধ হতে পারে বা পাসপোর্টের মেয়াদ পর্যন্ত।
স্টে পিরিয়ড (থাকার সময়সীমা): কানাডায় প্রবেশের পর সাধারণত ৬ মাস থাকার অনুমতি দেওয়া হয়। তবে ইমিগ্রেশন অফিসার আপনার অবস্থার ভিত্তিতে কম বা বেশি থাকার সময়সীমা নির্ধারণ করতে পারেন।
২. মাল্টিপল এন্ট্রি ভিসা:
মেয়াদ: মাল্টিপল এন্ট্রি ভিসা ৫-১০ বছরের জন্য ইস্যু হতে পারে। এটি ভিসাধারীকে এই সময়সীমার মধ্যে একাধিকবার কানাডায় প্রবেশ করার অনুমতি দেয়।
প্রতিবার প্রবেশের পর ইমিগ্রেশন অফিসার আপনাকে ৬ মাস পর্যন্ত থাকতে দিতে পারেন।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Canada visa?
> কানাডা স্টিকার ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Canada visa for bangladeshi? Canada Visa Processing from Bangladesh.
কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতিঃ
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় অনেকগুলো Security Question আসবে। ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও Security Question এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে।
এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন। তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)
আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো Question এর আনসার সিলেক্ট করবেন।
সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।
1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)
Upload Required Documents for the visit visa
1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement and bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Letter
Certificate of Employee/ Office ID Card/ NOC
আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।
রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় ভিএফএস গ্লোবাল-এ এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন।
কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।
“RKS“
কানাডা ভিসার জন্য অনলাইনে আবেদন
ভিসা নমুনা।
ভিডিও - Canada Visa – কানাডা ভিসা প্রসেসিং ও গাইডলাইন
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
কানাডা ভিসা আবেদন প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং জটিল হতে পারে, তবে সঠিক তথ্য এবং প্রস্তুতি নিয়ে আপনি সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। নিম্নলিখিত বিষয়গুলোর দিকে বিশেষ নজর দিন:
সঠিক তথ্য প্রদান: আবেদন ফর্মে কোনো ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
ডকুমেন্টস প্রস্তুত: সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত করুন।
আর্থিক সচ্ছলতা: আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য পর্যাপ্ত ডকুমেন্টস জমা দিন।
বায়োমেট্রিক্স: সময়মতো বায়োমেট্রিক্স দেওয়ার ব্যবস্থা করুন।
ধৈর্য ধারণ: ভিসা প্রসেসিং টাইমের জন্য ধৈর্য ধারণ করুন।
কানাডা ভিসা পেতে চাইলে পরিকল্পিত এবং সঠিকভাবে প্রস্তুতি নিন। প্রয়োজনে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন কনসালট্যান্টের সাহায্য নিন। সঠিক তথ্য এবং প্রস্তুতি আপনাকে কানাডা ভিসা পাওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
সাধারণত ট্যুরিস্ট ভিসার জন্য ইন্টারভিউ প্রয়োজন হয় না, তবে ভিসা অফিসার যদি মনে করেন, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন।
রিজেক্টের কারণ জানতে IRCC থেকে লেটার চেক করুন। প্রয়োজন হলে আবার আবেদন করুন বা জিএসটিআর (GCMS) নোটের মাধ্যমে রিজেক্টের কারণ জানুন।
ট্যুরিস্ট ভিসার জন্য IELTS প্রয়োজন হয় না, তবে স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজন হতে পারে।
ট্যুরিস্ট ভিসা সাধারণত ৬ মাসের জন্য দেওয়া হয়, তবে পাসপোর্টের মেয়াদ এবং ভিসা অফিসারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। বিগতদিনে সর্বচ্চ পাস্পোর্টের মেয়াদ সমান ভিসা প্রদান করত কিন্তু এখন এখন আর আগের নিয়ম নেই, তাই সম্পূর্ণ ডিপেন্ড করছে ভিসা অফিসারের সিদ্ধান্তের উপর।
হ্যাঁ, আপনি কানাডায় থাকাকালীন ভিসা এক্সটেন্ডের জন্য আবেদন করতে পারেন।
আপনি অনলাইনে কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা, VFS Global-এর মাধ্যমে অফলাইনে আবেদন করা যায়।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Canada Visa: 10 Essential Tips for Hassle Free Travel | কানাডা ভিসা প্রসেসিং ও গাইডলাইন | কানাডা ভিসা প্রসেসিং | Canada Visa Processing । Canada Visa for Bangladeshi
2 Comments
i want to go to canada. thanks for your information.
Welcome and thank you for staying with us. Please do not hesitate to contact us for any further inquiries.