ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ও গাইডলাইন-Indian Visa: 6 Essential Tips for Hassle Free Travel

Indian Visa
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ব্লক লিস্টেড হচ্ছে কেন? ই-ভিস ও ট্রানজিট ভিসা করার নিয়ম? মেডিকেল ভিসার নতুন নিয়ম কী? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই ? ভিসায় পোর্ট কয়টা পাওয়া যায়? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।

আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার ইন্ডিয়ান ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।

ইন্ডিয়া/ভারত

ইন্ডিয়ান / ভারত , যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)

সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় (ইন্ডিয়ান) উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস-প্রসিদ্ধ বাণিজ্যপথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ—বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে জরথুস্ত্রীয় ধর্ম (পারসি ধর্ম), ইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম ও ইসলাম এ দেশে প্রবেশ করে এবং ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে।

অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়ে ওঠে। অতঃপর, এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।

বর্তমানে ভারত ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র। ভারতীয় অর্থব্যবস্থা বাজারি বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ও ক্রয়ক্ষমতা সমতার বিচারে বিশ্বে চতুর্থ বৃহত্তম। ১৯৯১ সালে ভারত সরকার কর্তৃক গৃহীত আর্থিক সংস্কার নীতির ফলশ্রুতিতে আজ আর্থিক বৃদ্ধিহারের বিচারে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয়।

Indian Visa – বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্ডিয়া ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। ইন্ডিয়া বাংলাদেশীদের স্টিকার ভিসা প্রদান করে।

india

Delhi, India

ইন্ডিয়ান ভিসার ময়না তদন্ত!!

ভিসা প্রসেসিং ও গাইডলাইন

> ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০২। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৩। ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৪। বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি (বর্তমান মাসের বিলের কপি ৩ মাসের বেশি পুরানো হলে হবে না)।
০৫। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ৩০,০০০/= টাকা) ব্যাংক হিসাব না থাকলে ১৫০ ডলার এন্ডোর্সমেন্ট ।

০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। পূর্বের ইন্ডিয়ার ভিসা থাকলে এন্ট্রি সিল সহ ভিসার ফটোকপি (যদি থাকে)

অনলাইনে IVAC-এ আবেদন করুন

ভিসা নমুনা।

indian visa
ইন্ডিয়া স্টিকার ভিসা নমুনা।

বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে

সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ

——————–
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆

ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆

টুইটার: 👆এখানে ক্লিক করুন👆

লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆

ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆

Indian Visa: 6 Essential Tips for Hassle Free Travel | ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ও গাইডলাইন | ইন্ডিয়ান ভিসা প্রসেসিং | Indian Visa Processing । Indian Visa for Bangladeshi

1 thought on “ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ও গাইডলাইন-Indian Visa: 6 Essential Tips for Hassle Free Travel”

  1. টিপু আহম্মেদ

    ভাই আপনার লেখা গুলো অনেক গোছানো আর বুঝতেও সহজ হয়। আরো ভাল হবে যদি আপনি ভিডিও লিঙ্ক সাথে দেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top