Indian Visa – ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার ইন্ডিয়ান ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Indian Visa Essential Tips Visa Processing
এক নজরে ইন্ডিয়ান
ইন্ডিয়ান/ভারত , যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)
সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় (ইন্ডিয়ান) উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস-প্রসিদ্ধ বাণিজ্যপথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ—বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে জরথুস্ত্রীয় ধর্ম (পারসি ধর্ম), ইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম ও ইসলাম এ দেশে প্রবেশ করে এবং ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে।
অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়ে ওঠে। অতঃপর, এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
বর্তমানে ভারত ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র। ভারতীয় অর্থব্যবস্থা বাজারি বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ও ক্রয়ক্ষমতা সমতার বিচারে বিশ্বে চতুর্থ বৃহত্তম। ১৯৯১ সালে ভারত সরকার কর্তৃক গৃহীত আর্থিক সংস্কার নীতির ফলশ্রুতিতে আজ আর্থিক বৃদ্ধিহারের বিচারে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয়।
বাংলাদেশী নাগরিকদের ভারতে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন, এবং বর্তমানে নিয়মিত পর্যটন ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। ঢাকার ভারতীয় হাই কমিশন চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং সম্মেলনসহ বিভিন্ন উদ্দেশ্যে ভিসা ইস্যু করছে। ইন্ডিয়া বাংলাদেশীদের স্টিকার ভিসা প্রদান করে।
ইন্ডিয়ান ভিসার ময়না তদন্ত!!
★ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Indian Tourist Visa?
০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০২। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৩। ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৪। বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি (বর্তমান মাসের বিলের কপি ৩ মাসের বেশি পুরানো হলে হবে না)।
০৫। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ৩০,০০০/= টাকা) ব্যাংক হিসাব না থাকলে ১৫০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। পূর্বের ইন্ডিয়ার ভিসা থাকলে এন্ট্রি সিল সহ ভিসার ফটোকপি (যদি থাকে)
★ ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Indian Medical Visa?
ট্যুরিস্ট ভিসার ১ থেকে ১২ নং +
১৩। ডাক্তারের এপয়েন্টমেন্ট লেটার কপি।
১৪। বর্তমান ডাক্তারের মেডিকেল রিপোর্ট ও সাপোর্টিং কাগজ।
১৫। বাংলাদেশী ডাঃ এর রেফারেন্স লেটার।
১৫। একজন এটেন্ডেন্ট যে রোগীর সাথে যাবে তার দেখা শোনার জন্য।
১৬। বিমানের টিকিট (ই-ভিসার জন্য)
★ ইন্ডিয়ান ট্রানজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Indian Transit Visa?
ট্যুরিস্ট ভিসার ১ থেকে ১২ নং +
১৩। বাস/ট্রেনে/বিমানের বুকিং কপি অরিজিনাল (ট্রানজিট ভিসার ক্ষেত্রে)
১৪। হোটেল বুকিং কপি (ট্রানজিট ভিসার ক্ষেত্রে)
১৫। যে দেশে যাবেন সেই দেশের ভিসার ফটোকপি (যদি থাকে)
(এখন ইন্ডিয়া ট্রানজিট ভিসা বাংলাদেশীদের দেয় না বললেই চলে)
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Indian visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (২ইঞ্চিX২ইঞ্চি মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
বাংলাদেশী নাগরিকদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনো ভিসা ফি নেওয়া হয় না, অর্থাৎ ভিসা বিনামূল্যে দেওয়া হয়। তবে, আবেদন জমা এবং প্রক্রিয়াকরণের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)-কে একটি সার্ভিস চার্জ দিতে হয়। ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন ফি ১৫০০ টাকা থেকে শুরু হয়। অন্যান্য দেশের জন্য ভিসার ফি ভিন্ন হতে পারে।
***কোন এজেন্সির মাধ্যমে ভিসা করালে ৫০০-২০০০ হাজার টাকা পর্যন্ত প্রসেসিং ফি লাগতে পারে***
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
সাধারণত ইন্ডিয়ান ভিসা সিঙ্গেল/একাধিক এন্ট্রি সহ ৩, ৬ অথবা ১২ মাসের জন্য ইস্যু করা হয়। তবে ভিসার ধরন অনুযায়ী মেয়াদ পরিবর্তিত হয়।
📌বর্তমানে পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ এছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Indian visa?
> ইন্ডিয়ান স্টিকার ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Indian visa for bangladeshi?
আবেদনের ধাপে ধাপে প্রক্রিয়া (সংক্ষেপে)
◼ অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করুন।
◼ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন।
◼ অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
◼ ডকুমেন্টস জমা দিন এবং বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করুন।
◼ ভিসা প্রসেসিং শেষে ভিসা সংগ্রহ করুন।
ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ করুন
ইন্ডিয়ান ভিসার ধরন আপনার ভ্রমণের উদ্দেশ্যের উপর নির্ভর করে। কিছু সাধারণ ভিসার ধরন হলো:
ট্যুরিস্ট ভিসা (Standard Visitor Visa): ছুটি কাটানো, পরিবার বা বন্ধুদের দেখতে যাওয়ার জন্য।
মেডিকেল ভিসা (Medical visa): চিকিৎসার জন্য।
ট্রানজিট ভিসা (Transit Visa): ভারতে ট্রানজিটের জন্য।
স্টুডেন্ট ভিসা (Student Visa): পড়াশোনার জন্য।
ওয়ার্ক ভিসা (Work Visa): চাকরি বা ব্যবসার জন্য।
ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন
পাসপোর্ট: কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।
অনলাইন আবেদন ফর্ম: প্রিন্ট করে নিন।
আবেদন ফি রিসিপ্ট: অনলাইন পেমেন্টের প্রমাণ।
ফটোগ্রাফ: পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আর্থিক প্রমাণ: ব্যাংক স্টেটমেন্ট বা ১৫০+ ডলার এন্ডোর্সমেন্ট।
ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ: হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, ইনভাইটেশন লেটার (যদি থাকে)।
চাকরি বা পড়াশোনার প্রমাণ: চাকরির সার্টিফিকেট বা শিক্ষা প্রতিষ্ঠানের লেটার।
ধাপ ৩: অনলাইনে আবেদন
ভারতীয় ভিসা অফিসিয়াল ওয়েবসাইটে যান: Indian Visa Online Application।
একটি অ্যাকাউন্ট তৈরি করুন: “Regular Visa Application” এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
অনলাইন ফর্ম পূরণ করুন: ভিসার ধরন নির্বাচন করে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন (যেমন ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্য ইত্যাদি)।
আবেদন ফি পরিশোধ করুন: ক্রেডিট/ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ফি পরিশোধ করুন।
ধাপ ৪: পেমেন্ট ও অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
IVAC BD ওয়েবসাইটে যান: IVAC Online Payment।
একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন: পেমেন্ট করার সময় অ্যাপয়েন্টমেন্ট বুক অপশনটি পেয়ে যাবেন। আপনার পছন্দের তারিখ নির্বাচন করে পেমেন্ট করুন।
ধাপ ৫: বায়োমেট্রিক এবং ডকুমেন্ট জমা দিন
IVAC সেন্টারে যান: আপনার অ্যাপয়েন্টমেন্ট তারিখে নির্দিষ্ট IVAC সেন্টারে যান।
ডকুমেন্ট জমা: আপনার সকল ডকুমেন্টস্ সাজিয়ে জমা দিন। সব কিছু ঠিক থাকলে জমা নিয়ে নিবে।
বায়োমেট্রিক দিন: ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো নেওয়া হবে। (পূর্বে বায়োমেট্রিক দেওয়া থাকলে এই ধাপ স্কিপ করুন )
ধাপ ৬: ভিসা স্ট্যাটাস ট্র্যাক করুন
আবেদন জমা দেওয়ার পর আপনি ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে পারেন।
ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়
ট্যুরিস্ট ভিসা: সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়।
স্টাডি/ওয়ার্ক ভিসা: প্রক্রিয়াকরণ সময় ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
ধাপ ৮: ভিসা সংগ্রহ করুন
ভিসা অনুমোদিত হলে, IVAC সেন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন। ভিসা স্টিকারটি আপনার পাসপোর্টে লাগানো থাকবে। আর ভিসা না পেলে আপনাকে সাদা পাসপোর্ট ফেরত দিবে।
◼ ঢাকা থেকে সিকিম ট্যুর সম্পূর্ণ গাইডলাইন
◼ ঢাকা থেকে মেঘালয় ট্যুর সম্পূর্ণ গাইডলাইন
বিঃদ্রঃ এখন ভারতে প্রবেশ করার সময় যাত্রীদের একটি অ্যারাইভাল কার্ড (Arrival Card) বা ডিপারচার কার্ড (Departure Card) পূরণ করতে হয়। এটি বাধ্যতামূলক।
ভিসা নমুনা।
IVAC-এ ভিসার আবেদন করুন
অনলাইনে পেমেন্ট ও অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
অনলাইনে ভিসা ট্রাকিং করুন
এখন ভারত ভ্রমণের জন্য ই-অ্যারাইভাল কার্ড (e-Arrival Card) বা ডিজিটাল অ্যারাইভাল ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। ১লা অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সকল বিদেশী নাগরিকের (OCI কার্ডধারক সহ) ভারতে প্রবেশের আগে ই-অ্যারাইভাল কার্ড পূরণ করা বাধ্যতামূলক। ভারতে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে এই ডিজিটাল ফর্মটি পূরণ করা উচিৎ।
ই-অ্যারাইভাল কার্ড (e-Arrival Card) পূরণ করুন
ভিডিও - ইন্ডিয়ান ভিসা করুন নিজে নিজেই | How To Apply Indian Tourist Visa From Bangladesh
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং অনলাইনে সম্পন্ন করা যায়। সঠিক কাগজপত্র এবং তথ্য প্রদান করলে ভিসা পেতে কোনো সমস্যা হয় না। আবেদনের আগে সমস্ত তথ্য যাচাই করে নিন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখুন। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
স্টাডি/ওয়ার্ক ভিসা: প্রক্রিয়াকরণ সময় ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
বাংলাদেশী নাগরিকদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনো ভিসা ফি নেওয়া হয় না, অর্থাৎ ভিসা বিনামূল্যে দেওয়া হয়। তবে, আবেদন জমা এবং প্রক্রিয়াকরণের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)-কে একটি সার্ভিস চার্জ দিতে হয়। ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন ফি ১৫০০ টাকা থেকে শুরু হয়। অন্যান্য দেশের জন্য ভিসার ফি ভিন্ন হতে পারে।
***কোন এজেন্সির মাধ্যমে ভিসা করালে ৫০০-২০০০ হাজার টাকা পর্যন্ত প্রসেসিং ফি লাগতে পারে***
না, বাংলাদেশিদের অবশ্যই পূর্বেই ভিসা নিতে হবে।
ট্যুরিস্ট ভিসা: সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়।
স্টাডি/ওয়ার্ক ভিসা: প্রক্রিয়াকরণ সময় ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
হ্যাঁ, আপনি আবার আবেদন করতে পারেন। তবে রিজেক্টের কারণ বুঝে সেই অনুযায়ী সংশোধন করে আবেদন করুন।
ভিসা করতে গিয়ে অনেকেই পাসপোর্ট এ ব্লক সিল খাচ্ছে?
আসলে না বুঝে ভিসা করার কারনে বেশির ভাগ মানুষ ৪৩ নং পেইজে এই সিল টি পাচ্ছেন।
কেনো এই সিল দিচ্ছে এবং কাদের দিচ্ছে?
উত্তরঃ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেতে সময় লাগছে ১ মাসের। কোন কোন জেলায় ৩ মাসের ও অধিক সময় লাগছে। কিন্তু মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে মাত্র ১০-১২ দিনে৷ এর জন্য আমরা অনেকেই আছি ঘুরতে যাওয়া বা অন্য কোন কাজের জন্য আমরা ট্যুরিস্ট ভিসা না নিয়ে মেডিকেল ভিসা নেই। পরে ইন্ডিয়া যাওয়ার পরে যেই ডাক্তার এর এপয়েনমেন্ট নিয়েছি সেই ডাক্তার না দেখিয়ে আমরা ঘুরে চলে আসি অথবা অন্য কোন ডাক্তারের একটা স্লিপ নিয়ে চলে আসি। অথবা অনেকেই মেডিকেল এপয়েন্টমেন্ট নেই চেন্নাই কোন এক হাস্পাতালের কিন্তু দেখাই কলকাতার ডাক্তার কে।
এর পরে যখন দেশে আসার পরে আবার নতুন করে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার সময় আমরা পূর্বে যে চেন্নাইয়ের ডাক্তার দেখানো কথা ছিলো সেই ডাক্তার এর এপয়েন্টমেন্ট ও রিপর্ট না জমা দিয়ে কলকাতা বা অন্য কোন ডাক্তারের রিপোর্ট ও এপয়েন্টমেন্ট জমা দেই তখন এম্বাসি বিষয় টা ধরে ফেলে। যে এই লোক তো আগের বার চেন্নাইয়ের ডাক্তার এপয়েন্টমেন্ট নিয়েছে সেই ডাক্তার এর রিপোর্ট কোথায়।
সেই ক্ষেত্রে ইন্ডিয়ান এম্বাসি মনে করছে আমরা হয় তো ঘুরাঘুরি বা অন্য কোন পারপাসে মেডিকেল ভিসা নিয়ে গিয়েছি। তা না হলে তো আমরা নির্ধারিত ডাক্তার কেই দেখাতাম।
তাই বলব যারা এই ধরনের ভুল করেছেন তারা পরবর্তীতে ভিসা করার পূর্বে একজন ভিসা এক্সপার্ট এর সহযোগিতা নিয়ে তার পরে ভিসা ফাইল করুন।
না, আবেদন ফি সাধারণত ফেরতযোগ্য নয়, এমনকি ভিসা রিজেক্ট হলেও।
আবেদন ফর্মে ভুল হলে আপনি আবেদন ফর্মটি সম্পাদনা করতে পারবেন না। নতুন করে আবেদন করতে হবে।
এখন ভারত ভ্রমণের জন্য ই-অ্যারাইভাল কার্ড (e-Arrival Card) বা ডিজিটাল অ্যারাইভাল ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। ১লা অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সকল বিদেশী নাগরিকের (OCI কার্ডধারক সহ) ভারতে প্রবেশের আগে ই-অ্যারাইভাল কার্ড পূরণ করা বাধ্যতামূলক। ভারতে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে এই ডিজিটাল ফর্মটি পূরণ করা উচিৎ।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Indian Visa: 6 Essential Tips for Hassle Free Travel | ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ও গাইডলাইন | ইন্ডিয়ান ভিসা প্রসেসিং | Indian Visa Processing । Indian Visa for Bangladeshi

1 Comment
ভাই আপনার লেখা গুলো অনেক গোছানো আর বুঝতেও সহজ হয়। আরো ভাল হবে যদি আপনি ভিডিও লিঙ্ক সাথে দেন। ধন্যবাদ